শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী আধুনিক, বিজ্ঞান সম্মত ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ ও সংস্কারসহ আসবাবপত্র সরবরাহের কাজ করে যাচ্ছে।
বতর্মান সরকার ক্ষমতা গ্রহণের পর গত ১৫ বছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন ভবন নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়। এর মধ্যে অধিকাংশ ভবনের নির্মাণ কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে। অবশিষ্ট ভবনের নির্মাণ কাজ জুন, ২০২৩-২৪ এর মধ্যে সমাপ্ত হবে।
বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যশোরে রাজস্ব ও প্রকল্প বাজেটের আওতায় বিভিন্ন সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরামত ও সংস্কার কাজ, আসবাবপত্র সরবরাহ, প্রতিষ্ঠানের সংযোগ সড়ক নির্সমাণসহ বিভিন্ন কাজ সমাপ্ত ও চলমান রয়েছে। এখনো পর্যন্ত যশোরে ৭২ টি আইসিটি কলেজ, ৬১ টি তিন হাজার স্কুল প্রজেক্ট, ৬৪ টি ঊর্ধ্মুখী সম্প্রসারণসহ রাজস্ব কর্মসূচিতে (কোডঃ ৭০১৬,৪৯৩১,৫৯৭৪,৬৮২১) বিভিন্ন কাজ বিদ্যমাণ আছে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আরও কিছু নতুন প্রকল্প হাতে নিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগি ও মানসম্মত শিক্ষার প্রসারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি সুবিধাসহ ভবন নির্মাণ করে যাচ্ছে । সবার জন্য মানসম্মত ও যুগোপযোগী শ্রেণিকক্ষ নির্মাণ এবং মিশন সুশিক্ষিত, দক্ষ ও উন্নত নৈতিকতা সম্পন্ন মানব সম্পদ সৃষ্টি করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীগণ নিরলস কাজ করে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস